
পরিবেশ দূষণ রোধ ও নির্মাণ ব্যয় কমাতে অভিনব এক উদ্যোগ নিয়েছেন শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের মাইঝারা গ্রামের মুদিদোকানি ইমান ঢালী। বাজার থেকে ফেলে দেওয়া প্রায় ৪০ হাজার প্লাস্টিক বোতল সংগ্রহ করে সেগুলো বালু দিয়ে ভরে নির্মাণ করছেন নিজের বাড়ির চারটি কক্ষের দেয়াল।
ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে স্থানীয় রাজমিস্ত্রির সহায়তায় শুরু করেন এই ব্যতিক্রমধর্মী নির্মাণকাজ। ইটের তৈরি পিলারের মাঝে একটির পর একটি বোতল সিমেন্টের প্রলেপে বসিয়ে তৈরি করা হচ্ছে দৃষ্টিনন্দন দেয়াল। এতে খরচ হচ্ছে প্রায় ৮ থেকে ৯ লাখ টাকা।
ইমান ঢালী বলেন, “বাজার ও রাস্তার ধারে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব বোতল আগে এলাকার ডোবা-নালা নোংরা করত। সেগুলোই এখন আমার ঘরের দেয়াল। এতে যেমন পরিবেশ রক্ষা হচ্ছে, তেমনি খরচও কিছুটা কমেছে।”
এই উদ্যোগে ইমানকে সহায়তা করছেন তার স্ত্রী রুনা লায়লা ও পরিবারের অন্যান্য সদস্যরা।
রাজমিস্ত্রি ইব্রাহীম সরদার বলেন, “প্লাস্টিক বোতল দিয়ে ঘর নির্মাণ আমার জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা। তবে বোতলের গায়ে থাকা বিভিন্ন রঙের কারণে দেয়ালগুলোতে একটা আলাদা সৃজনশীলতা এসেছে।”
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের শরীয়তপুর জেলার সহকারী পরিচালক রাসেল নোমান বলেন, “প্লাস্টিকের পুনর্ব্যবহার হওয়ায় এই প্রকল্পটি পরিবেশবান্ধব বলেই মনে হচ্ছে। এ ধরনের উদ্যোগ অবশ্যই ইতিবাচক এবং ভবিষ্যতে আমরা নজরে রাখব।”
এমন ব্যতিক্রমী উদ্যোগ শুধু পরিবেশ সুরক্ষাই নয়, গ্রামীণ জনপদে নতুন দৃষ্টান্ত স্থাপন করছে। ইমান ঢালীর এই কর্মকাণ্ড অনুপ্রেরণা হয়ে উঠতে পারে দেশের অন্যদের জন্যও।