
শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের অভিযানে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক নারী ও এক পুরুষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) সকালে জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের কালু বেপারী কান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন আখি আক্তার ও আইয়ুব আলী খা ওরফে চুন্নু খা। আখির কাছ থেকে ২.৫ কেজি এবং আইয়ুবের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে দুটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় পদ্মা সেতু দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ওসি নকিব আকরাম হোসেন জানান, “মাদক নির্মূলে নিয়মিত অভিযান চলছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।”