ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়ানোর শঙ্কার মধ্যে পুতিন-শি জিনপিংয়ের ফোনালাপ

ইরান ও দখলদার ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ ও এতে যুক্তরাষ্ট্রের জড়ানোর শঙ্কার মধ্যে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

বৃহস্পতিবার (১৯ জুন) তাদের মধ্যে কথা হয়। এরপর একটি বিবৃতি দিয়েছেন চীনা প্রেসিডেন্ট। এতে তিনি বলেছেন, “আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে পরাশক্তিগুলো, যাদের যুদ্ধরত দেশগুলোর ওপর প্রভাব আছে, তাদের দ্বন্দ্ব উস্কে দেওয়া নয়, নিরসনে কাজ করা উচিত। ।” এই বিবৃতির মাধ্যমে মূলত যুক্তরাষ্ট্রকে বার্তা দিয়েছে শি। মার্কিনিরা যেন যুদ্ধে জড়িত না হয় সেটির কথা বলেছেন তিনি।

তিনি দখলদার ইসরায়েলকে তাৎক্ষণিক হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

অপরদিকে পুতিন বলেছেন, যুদ্ধের মাধ্যমে কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। যা করার কূটনীতির মাধ্যমে করতে হবে এবং এক্ষেত্রে সহায়তা করতে তারা প্রস্তুত আছেন।

সূত্র: সিএনএন


error: Content is protected !!