ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নড়িয়ায় মৎস্যজীবীদের মাঝে ছাগল বিতরণ

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় দরিদ্র ও তালিকাভুক্ত মৎস্যজীবীদের মধ্যে বিকল্প আয় বৃদ্ধির লক্ষ্যে ছাগল বিতরণ করেছে উপজেলা মৎস্য দপ্তর।

রবিবার (২২জুন) সকালে নড়িয়া উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ১০ জন নিবন্ধিত মৎস্যজীবীর মাঝে ৪ করে মোট ৪০ টি ছাগল বিতরণ করা হয়। “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (৩য় পর্যায়)”-এর আওতায় এ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল। এসময়  উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন মৃধাসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মৎস্য কর্মকর্তারা জানান, নদীনির্ভর জীবিকা পরিচালনাকারী মৎস্যজীবীরা শুধু মাছ ধরার উপর নির্ভরশীল থাকলে আয় নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। তাই বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা হিসেবে  ছাগল বিতরণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

ছাগলপ্রাপ্ত মৎস্যজীবীরা বলেন, “এই সহায়তা আমাদের সংসারের জন্য অনেক বড় সাহায্য। ছাগল পালনের মাধ্যমে আমরা অতিরিক্ত আয় করতে পারবো।”

অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ছাগল বিতরণে অংশগ্রহণকারী মৎস্যজীবীদের প্রশিক্ষণ ও পরবর্তী খোঁজ নেওয়ার কথাও জানানো হয়।


error: Content is protected !!