ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোসাইরহাট পৌরসভার ১৯ কোটি টাকার বাজেট ঘোষণা

 

শরীয়তপুর গোসাইরহাট পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ১৯কোটি ৩৫ লাখ ৫০ হাজার টাকার বাজেট ঘোষণা করেছেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানিয়া বিনতে আফজল।

বুধবার দুপুর ১টায় পৌরসভা কার্যালয়ে গণমাধ্যমকর্মী, উপস্থিত প্রশাসকের কর্মসম্পাদনের সহায়তা কমিটি সদস্যবৃন্দ ও পৌরসভার কর্মকর্তাদের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করেছেন তিনি।

বাজেটে রাজস্ব আয় খাতে ট্যাক্সেস থেকে ৬কোটি ৪০ লাখ ৪০ হাজার টাকা, উন্নয়ন অনুদান ৬ কোটি ৩৯ লাখ টাকা, সার্বিক বাজেট উদ্বৃত্ত রাখা হয়েছে ১ লাখ ৪০ হাজার টাকা ধরা হয়েছে।

এছাড়া ব্যয়ের খাতে রাজস্ব ব্যয় বাজেটে অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ খাতে ১২ কোটি  ৯৫ লাখ ১০ হাজার টাকা।


এসময় তিনি বলেন, পৌরসভার নাগরিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, যানজট নিরসন এবং অন্যান্য সমস্যা সমাধানে আমরা সচেষ্ট আছি। নাগরিক সুবিধা বৃদ্ধি এবং নানা সমস্যা সমাধানে আমি গণমাধ্যমের সহযোগিতা কামনা করছি।

এসময় উপস্থিত ছিলেন- গোসাইরহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আলিম মোল্লা, সহকারী প্রকৌশলী আব্দুল জব্বার, কর্মসম্পাদন কমিটিরসদস্য ডা.হাফিজুর রহমান মিঞা, গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ মো.মাকসুদ আলম, উপজেলা ইলজিইডি প্রকৌশলী ওবায়দুল বাশার, সমাজসেবা কর্মকর্তা মো.নাজমুল হাসান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লরৎফর রহমান,আহসান উল্লাহ, সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তারা।


error: Content is protected !!