ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোল কাস্টমসে রাজস্ব আদায়ে রেকর্ড! লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত আয় ৩১৬ কোটি টাকা

২০২৪-২৫ অর্থবছরে বেনাপোল কাস্টম হাউস রাজস্ব আদায়ে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নির্ধারিত ৬ হাজার ৭০৫ কোটি টাকার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আদায় হয়েছে ৭ হাজার ২১ কোটি ৫১ লাখ টাকা। অর্থাৎ অতিরিক্ত আয় হয়েছে ৩১৬ কোটি ৫১ লাখ টাকা, যা শতকরা ৪.৭২ ভাগ বেশি।

 

গত অর্থবছরের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ১৩.৮৫ শতাংশ। পণ্যের পরিমাণ কমলেও রাজস্ব আদায়ে এমন সাফল্যকে কাস্টমস কর্মকর্তাদের দক্ষতা ও কঠোর নজরদারির ফল বলছেন সংশ্লিষ্টরা।

 

এবার বন্দর দিয়ে আমদানি হয়েছে প্রায় ১৪.৯৮ লাখ মেট্রিক টন পণ্য, যা আগের বছরের চেয়ে কম হলেও রাজস্ব বেড়েছে ৮১০ কোটি টাকা। অন্যদিকে রপ্তানিও কমেছে প্রায় ৩০ হাজার টন, তবে রাজস্ব প্রভাব পড়েনি।

 

কাস্টমস কমিশনার মো. কামরুজ্জামান জানান, জিরো টলারেন্স নীতি ও কঠোর ব্যবস্থাপনার মাধ্যমেই এ সাফল্য এসেছে। ব্যবসায়ীরাও বলছেন, এই অর্জন কেবল বেনাপোল নয়, বরং জাতীয় রাজস্ব ব্যবস্থাপনার জন্যও এক অনন্য দৃষ্টান্ত।


error: Content is protected !!