ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তার

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার (২২ জুন) রাতে তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এদিকে, একই দিন সন্ধ্যায় সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আটক করে শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে উত্তরা-পশ্চিম থানা পুলিশ তাকে হেফাজতে নেয়। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ২০১৮ সালের জাতীয় নির্বাচন সংক্রান্ত অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

অন্তর্বর্তীকালীন সরকার এক বিবৃতিতে জানিয়েছে, মব সৃষ্টি করে উশৃঙ্খল পরিস্থিতি তৈরিকারীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিবৃতিটি রোববার রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশিত হয়।

 


error: Content is protected !!