
স্টাফ রিপোর্টার,বান্দরবান:
পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (KNF) এর বিপদগামী সদস্য দ্বারা রেমাক্রি পাংশা ইউনিয়নের অন্তর্গত প্রাতাপাড়ার অধিবাসী রনিবম গত ০১ জুন ২০২৪ তারিখে নির্যাতিত এবং পরবর্তীতে নিহত হলে ০৪ সন্তান সহ নিহত রনিবম এর স্ত্রী রিকিলি ও তার পুরো পরিবার নিরাপত্তাহীনতা ও আর্থিক সংকটে পড়ে মানবেতর জীবন শুরু করে। পরবর্তীতে বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনীর নজরে আসলে, ১৬ ইস্ট বেঙ্গল এর দায়িত্বাধীন বাকলাই পাড়া আর্মি ক্যাম্প হতে উক্ত পরিবারের জন্য সহায়তার হাত বাড়িয়ে দেয়া হয়।
বাকলাই পাড়া সাবজোন হতে অসহায় পরিবারটির জন্য স্থায়ী জীবিকা নির্বাহের ব্যবস্থা হিসাবে একটি দোকান পরিচালনা বাবদ নগদ অর্থ ও শুকনো খাবার দিয়ে সহায়তা প্রদান করা হয়।এছাড়াও ক্যাম্প হতে বিভিন্ন প্রয়োজনে পরিবারটির পাশে থাকার আশ্বাস দেয়া হয় ।
এ প্রসঙ্গে বাকলাই পাড়া সাব জোনের ক্যাম্প অধিনায়ক বলেন, পাহাড়ে জন নিরাপত্তা, আত্মসামাজিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা সহ শান্তির পরিবেশ বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের এ ধারা বজায় রাখার জন্য আমাদের এ নিরলস প্রচেষ্টা সব সময় অব্যাহত থাকবে। বাকলাই পাড়া সাব জোনের অর্ন্তগত সকল পাড়া ও সকল সম্প্রদায়ের জনগণের নিরাপত্তা রক্ষার পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষা করা বাংলাদেশে সেনাবাহিনীর দায়িত্ব ও কর্তব্য।