
যশোরের কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়দের সহায়তায় বুধবার (২ জুলাই) বেলা ৩টার দিকে পৌরসভার ভবানীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রফিকুল ইসলাম আত্মগোপনে ছিলেন। দীর্ঘ প্রায় এক বছর ভবানীপুর এলাকার নিজ বাড়িতে আত্মগোপনে থাকার পর বুধবার দুপুরে স্থানীয় কয়েকজন যুবক তার অবস্থান টের পেয়ে বাড়িটি ঘিরে ফেলে। পরিস্থিতি বুঝতে পেরে রফিকুল ইসলাম পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “জনগণ রফিকুল ইসলামকে ঘিরে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মামলা রয়েছে, সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।”
উল্লেখ্য, রফিকুল ইসলাম ২০১৫ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত কেশবপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে প্রথমবার মেয়র নির্বাচিত হন। পরে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে দ্বিতীয়বার মেয়র পদে জয়লাভ করেন।