ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সখিপুরে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

 

শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে জোরপূর্বক ভাবে ভোগ দখলীয় সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ ওয়াসিম মুন্সি ও তার সাঙ্গ পাঙ্গদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে চরকুমারীয়া ইউনিয়নের। কদমতলী আখন্দ কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঐ দিন রাতেই সখিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন নাঈমুল ছৈয়াল।

 

 

অভিযোগ সূত্রে জানাগেছে, গতকাল বৃহস্পতিবার সকালে ওয়াসিম মুন্সি,নাছিম মুন্সি, , শাহিন মুন্সি সিরাজ বেপারীসহ ৭/৮ জন লোক নাঈমুল ছৈয়াল এর ভোগ দখলীয় সম্পত্তিতে থাকা বসতবাড়ি উচ্ছেদ করতে যায়। এসময় নাঈমুল ছৈয়াল বাধাদিলে ওয়াসিম মরন্সিসহ তার লোকজন ক্ষিপ্ত হয়ে উঠে। একপর্যায়ে নারী পুরুষসহ ৮/১০জন লোক লোহার রড, দা, লাঠি নিয়ে নাঈমুল ছৈয়ালকে ধাওয়া দেয়। পরে বাধ্য হয়ে নাঈমুল ছৈয়াল বাড়ির ভেতরে চলে যান এবং ওয়াসিম মুন্সি ও তার লোকজন নিয়ে জোরপূর্বক ভাবে বিরোধপূর্ণ জমিতে থাকা বসতবাড়ি ভেঙ্গে দিয়ে সেখানে ধানের বীজ রোপণ করেন।

নাঈমুল মুন্সি বলেন, দক্ষিন চরকুমারীয়া মৌজায় ৫ একর ৯২ শতাংশ জমি নিয়ে ওয়াসিম মুন্সির সাথে আদালতে মামলা চলমান। কিন্তুু গায়ের জোর খাটিয়ে ওয়াসিম মুন্সি তা জোর পূর্বক ভাবে বসতভিটা দখল করছে।

 

এবিষয় অভিযুক্ত ওয়াসিম মুন্সির মোবাইলে ফোন করলে তার মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

 

সখিপুর থানার ওসি ওবায়দুল হক বলেন, জমি দখলরে বিষয়টি নিয়ে একটি লিখিত অভেযোগ দিয়েছে তদন্তের আইনী প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাহেদ আহমদ/ বিশেষ প্রতিনিধি


error: Content is protected !!