
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী ধর্মীয় কর্মসূচি। টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ আদায় করায় শতাধিক শিশু ও কিশোরকে পুরস্কার প্রদান করা হয়েছে। এই মহতী আয়োজনের পেছনে ছিল “বন্ধন মানবকল্যাণ সংস্থা” এবং চিকিৎসক ও সমাজসেবক ডা. আব্দুর রাজ্জাকের আন্তরিক উদ্যোগ।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৩টায় নড়িয়া উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক শিশু-কিশোর এ প্রতিযোগিতায় অংশ নেয়। তাদের মধ্য থেকে যারা নিয়মিতভাবে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে আদায় করেছে, তাদের হাতে সনদপত্র, ক্রেস্ট, বই, চাবির রিং, কলম ও অন্যান্য উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় ধর্মীয় কুইজ প্রতিযোগিতা। অংশগ্রহণকারীদের মধ্য থেকে বাছাইকৃত ৫ জন বিজয়ীকে উপহার হিসেবে দেওয়া হয় বাইসাইকেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহফুজুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইমাম, শিক্ষক, অভিভাবক এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ডা. আব্দুর রাজ্জাক বলেন, “আমরা চাই আমাদের সন্তানরা ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষা ও ধর্মীয় চর্চার মধ্যে বেড়ে উঠুক। এই উদ্যোগ সেই চেষ্টারই একটি অংশ।”
অনেক অভিভাবক সন্তুষ্টি প্রকাশ করে বলেন, এই আয়োজনের মাধ্যমে আমাদের সন্তানরা নিয়মিত নামাজের অভ্যাস গড়ে তুলেছে, যা তাদের জীবনের জন্য এক অমূল্য সম্পদ।
মোঃ সাইফুল ইসলাম /শরীয়তপুর প্রতিনিধি।