
প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে শরীয়তপুর জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ ওয়াহিদ হোসেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে তিনি এই দায়িত্ব পালন করছেন।
তিনি গত ২৭ এপ্রিল ২০২৫ হতে শরীয়তপুর জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ২৯তম বিসিএস(ব্যাচ) এর একজন কর্মকর্তা।
এর আগে জেলা প্রশাসক হিসেবে দায়িত্বে ছিলেন মোহাম্মদ আশরাফ উদ্দিন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্যক্তিগত ভিডিও ভাইরাল হওয়ার পর তাঁকে প্রশাসনিক কারণে ওএসডি (বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়। এর প্রেক্ষিতে জেলা প্রশাসনের চলমান কার্যক্রম সচল রাখতে মোঃ ওয়াহিদ হোসেনকে ভারপ্রাপ্ত ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
নতুন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ইতোমধ্যে জেলার বিভিন্ন দাফতরিক কার্যক্রম তদারকি শুরু করেছেন। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তিনি জেলার উন্নয়ন ও জনসেবা কার্যক্রমে গতি আনার আশাবাদ ব্যক্ত করেছেন।
জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, মোঃ ওয়াহিদ হোসেন একজন অভিজ্ঞ ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্বে প্রশাসনের কাজ আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।