ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে ‘আস্থা প্রকল্প’-এর ব্যতিক্রমী মতবিনিময় সভা

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক , খাগড়াছড়ি :
তৃণমূলের স্বপ্ন, তরুণদের কণ্ঠ, আর সমাজ পরিবর্তনের প্রত্যয়,সব মিলিয়ে এক ব্যতিক্রমী পরিবেশে অনুষ্ঠিত হলো ‘আস্থা প্রকল্প’-এর আওতায় নাগরিক প্ল্যাটফর্ম ও ইয়ুথ গ্রুপের আয়োজনে এক মতবিনিময় সভা।

 

খাগড়াছড়ি সদর উপজেলার মিলনপুর হিলটপ গেস্ট হাউজের কনফারেন্স হলে ১৮ জুন ২০২৫, বুধবার সকালটা যেন হয়ে উঠেছিল রাজনৈতিক ও নাগরিক সমাজের সচেতনতার প্রাণকেন্দ্র।

 

সভায় সভাপতিত্ব করেন তৃণমূল উন্নয়ন সংস্থার চেয়ারপার্সন ত্রিনা চাকমা।

 

প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়। তিনি তাঁর বক্তব্যে বলেন, “তরুণদের সক্রিয় অংশ গ্রহণ না থাকলে সমাজের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। এই ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করবে।”

 

বিশিষ্ট সমাজ সেবক ও খাগড়াছড়ি চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক ধীমান খীসা, তৃণমূল উন্নয়ন সংস্থার জেলা সমন্বয়কারী ধনেশ্বর দেওয়ান, মনিটরিং ও রিপোর্টিং কর্মকর্তা মিহির কান্তি ত্রিপুরা, এবং নারী নেত্রী নমিতা চাকমা—সবার আলোচনায় উঠে আসে একটাই কথা: পরিবর্তন শুরু হোক তৃণমূল থেকে, নেতৃত্ব আসুক যুব সমাজ থেকে।

 

 

আলোচনায় অংশ নেন জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ‘আস্থা প্রকল্প’-এর ইয়ুথ প্রতিনিধিরা, যারা সরাসরি স্থানীয় সমস্যাগুলো তুলে ধরেন এবং সমাধানে কীভাবে যুবশক্তি কাজ করতে পারে, তা তুলে ধরেন উদাহরণসহ।

 

মতবিনিময় সভায় রাজনৈতিক ও নাগরিক সমাজের সরাসরি মুখোমুখি সংলাপ, তরুণ দের কণ্ঠস্বরকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত গ্রহণে তাদের অংশীদার করা,নারীর অংশ গ্রহণ এবং নেতৃত্বের গুরুত্ব এই মতবিনিময় সভা যেন একটি মাইলফলক হয়ে উঠল খাগড়াছড়ির সামাজিক-রাজনৈতিক জগতে। শুধু কথা নয়, কাজের মাধ্যমে পরিবর্তন আনার এই আহ্বান আগামী দিনে তৃণমূল পর্যায়ে নাগরিক সচেতনতা এবং অংশগ্রহণকে আরো জোরদার করবে বলেই প্রত্যাশা।


error: Content is protected !!