
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মঙ্গলবার(২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টায় কোচিং সেন্টার থেকে পড়াশোনা শেষ করে বাড়ি ফেরার পথে গরুভর্তি ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়ে মো.হৃদয় (১৫) নামে দশম শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটছে। হৃদয় উপজেলার খনজনা গ্রামের মশিউর রহমানের ছেলে ও রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শিরা জানায়, এদিন সন্ধ্যা সাড়ে ৭ টায় হৃদয় কোচিং সেন্টারে পড়াশোনা শেষ করে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিল। পৌরশহরের বন্দর বড় ব্রিজ অতিক্রম হওয়ার সময় পিছন থেকে দ্রুতগামী গরুভর্তি একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে হৃদয় ব্রিজের ওপর ছিটকে পড়ে। এ সময় ট্রাকের চাকা তার মস্তিষ্ককের ওপর দিয়ে চলে যায়। মস্তিষ্ক চূর্ণবিচূর্ণ হয়ে ঘটনাস্থলেই হৃদয় মারা যায়।
খবর পেয়ে সাথে সাথে রাণীশংকৈল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
রাণীশংকৈল উপজেলা ট্রাক্টর ও ট্যাংলড়ি সমিতির সভাপতি মোকসেদ আলী জানান, শহর থেকে
হৃদয় সাইকেলযোগে বাড়ি ফেরার পথে বন্দর ব্রিজের ওপর পৌঁছালে পিছন থেকে গরুভর্তি ট্রাকটি তাকে ধাক্কা মেরে চলে যায়। এতে ট্রাকের চাকায় মাথাপিষ্ট হয়ে সাথে সাথেই ঘটনাস্থলেই সে মারা যায়।
রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ পুলিশি হেফাজতে রয়েছে। প্রাথমিক সুরতহাল করা হয়েছে। ঘাতক ট্রাকটিতে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।