
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিংগামানিক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সংঘটিত হয়েছে ভয়াবহ এক ডাকাতির ঘটনা। মঙ্গলবার (১ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে শুকুর আলী শেখের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। ওই সময় বাড়িতে একাই ছিলেন ৮৫ বছর বয়সী মনোয়ারা বেগম।
ভুক্তভোগী মনোয়ারা বেগমকে গামছা দিয়ে গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করে ডাকাত। তিনি প্রাণপণে প্রতিরোধের চেষ্টা করলে দুর্বৃত্তরা লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে মনোয়ারা বেগম রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার ঘরে থাকা প্রায় ২ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাতরা।
প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশী পেয়ারা বেগম জানান, “আমি তার পাশের বাড়িতে থাকি। ডাকাতি শেষে যখন সে চিৎকার করতে থাকে, তখন আমি দৌড়ে গিয়ে দেখি সে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে।”
পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়িয়ার ঘড়িসার সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভর্তি নেন।
এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বলেন, “ডাকাতির ঘটনাটি আমরা শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের মাঝে ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ দ্রুত পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা করছেন এলাকাবাসী।
সাইফুল ইসলাম/শরীয়তপুর