ঢাকা, বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভেদরগঞ্জে কৃষি প্রণোদনার আওতায় নারিকেল চারা বিতরণ

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রায় ২ হাজার নারিকেলের চারা বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল।

উপজেলা কৃষি অফিসার ফাতেমা ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও শতাধিক কৃষক-কৃষাণী এতে অংশগ্রহণ করেন।

 

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ২৫২ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণী এবং ৫০টি প্রতিষ্ঠানকে নারিকেল চারা প্রদান করা হয়।

সরকারের এ উদ্যোগের মাধ্যমে কৃষকদের ফলজ গাছ রোপণে উৎসাহিত করে দীর্ঘমেয়াদী লাভবান করার লক্ষ্যে কাজ করা হচ্ছে।

 

উপজেলা কৃষি অফিসার ফাতেমা ইসলাম বলেন, “এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের আধুনিক ও লাভজনক কৃষি চর্চায় উদ্বুদ্ধ করবে এবং ফলজ গাছের চারা বিতরণের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে।”

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডলও এ ধরনের উদ্যোগের মাধ্যমে কৃষি সম্প্রসারণ ও স্থানীয় কৃষকের জীবিকা উন্নয়নে গুরুত্ব আরোপ করেন।


error: Content is protected !!