ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সবুজের সমারোহ গড়তে উল্টাছড়ি ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষ রোপন

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
” আসুন এভাবেই সবুজের সমারোহে গড়ে তুলি নিজ নিজ ক্যাম্পাস” শ্লোগানে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষিত ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অংশ হিসেবে পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপন করা হয়েছে।

 

১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার মহান স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪-তম শাহাদাৎ বার্ষিকী এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দিনব্যাপি উল্টাছড়ি ইউপি ছাত্রদলের সাধারণ সম্পাদক মো ইউসুফ আলীর নেতৃত্বে দিনব্যাপি বৃক্ষ রোপন করা হয়।

 

বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উল্টাছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন, মধ্যনগর দাখিল মাদ্রাসা, উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠের আশপাশ বিভিন্ন প্রজাতির ফুল, ফল ও নিম গাছ সহ সৌন্দর্য বৃদ্ধি করে এমন গাছ লাগানো হয়।

এসময় উল্টাছড়ি ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।


error: Content is protected !!