
শরীয়তপুরের সখিপুরে অভিযান চালিয়ে দুই সাজাপ্রাপ্ত আসামিকে মাদকসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
রবিবার (২২জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চরভাগা ও দক্ষিণ তারাবুনিরা ইউনিয়নে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক সখিপুর থানা পুলিশ।
আটককৃতরা হলেন, চরভাগা ইউনিয়নের মৃত জালাল উদ্দিন ঢালীর ছেলে জহুরুল ইসলাম ঢালী (৫০) ও দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের সেকান্দার বেপারীর ছেলে খোরশেদ আলম (৩৭)।
সখিপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সখিপুর থানার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালায়। এ সময় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের একজনের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক জানান, আটক দু’জন পূর্বে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন এবং পলাতক ছিলেন দীর্ঘদিন ধরে। বর্তমানে তাদের বিরুদ্ধে নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। পুলিশ জানায়, গোটা সখিপুর মাদকমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে।