
অধীর রাজবংশী,স্টাফ রিপোর্টার, মুন্সিগঞ্জ:
শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নে কিস্তির চাপ সহ্য করতে না পেরে রঘুনাথ দাস (৬০) নামে এক মদি ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। তিনি নারায়ণ দাসের ছেলে তার কলেজ পড়ুয়া একটি মেয়ে রয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে নিজ দোকানে ফ্যানের সঙ্গে প্লাস্টিকের রশি দিয়ে গলায় ফাঁস দেন তিনি। সোমবার সকালে দোকানের শাটার খোলা দেখে স্থানীয়রা ভেতরে ঢুকে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
নিহতের মেয়ে জানান, তার বাবা গত কয়েকদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। কিস্তির টাকা দিতে না পারায় চিন্তায় ছিলেন। চারদিন ধরে তিনি বাড়িতেও যাননি।
স্থানীয়রা জানান, রঘুনাথ দাস দীর্ঘদিন ধরে বাঘড়া বাজারে মুদি দোকান চালাতেন। বিভিন্ন এনজিও ও ব্যক্তির কাছে ঋণগ্রস্ত ছিলেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি তদন্ত করে দেখছে স্থানীয় প্রশাসন ও পুলিশ।