ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরের কুখ্যাত সন্ত্রাসী পিচ্চি রাজা বিজিবি’র হাতে আটক

ইয়ানূর রহমান : যশোরের শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজা অবশেষে বিজিবি’র হাতে আটক হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) সকালে বেনাপোলের আমড়াখালী চেকপোস্ট থেকে মদ ও বার্মিজ চাকুসহ তাকে আটক করে বিজিবি সদস্যরা।

 

দীর্ঘদিন ধরে পিচ্চি রাজা যশোরে হত্যা, ছিনতাই, মাদক ও অস্ত্র বাণিজ্যের মাধ্যমে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। পিচ্চি রাজার অপরাধ জগতের উত্থান হয় এক যুগ আগে, আরেক শীর্ষ সন্ত্রাসী রমজান আলীর হাত ধরে। মাদক কারবারে জড়িত পিতা-মাতার ছায়ায় বেড়ে ওঠা রাজা প্রথমে রেলগেট পশ্চিমপাড়ার চিহ্নিত অপরাধী রমজান ও সাগরের সাথে জোট গড়ে তোলে। ফেনসিডিল, হেরোইন, অস্ত্র সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের রাজত্ব গড়ে তোলে।

 

২০১২ সালের দিকে ইজিবাইকচালক শামিমকে শ্বাসরোধে হত্যার মাধ্যমে আলোচনায় আসে তার নাম। এরপর একে একে ছিনতাই, বোমাবাজি, মাদক পাচার, চাঁদাবাজি, হত্যা সহ সকল অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ে। সবখানেই তার নাম উঠে আসে।

 

বৃহস্পতিবার বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্টে অভিযান চালিয়ে পিচ্চি রাজাকে আটক করা হয়। তার কাছ থেকে মদ ও বার্মিজ ছুরি উদ্ধার করা হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, তাকে পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।


error: Content is protected !!