ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী

খাগড়াছড়ি-২৯৮ আসনে প্রার্থী ঘোষণা জামায়াতে ইসলামী’র

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক , খাগড়াছড়ি :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের খাগড়াছড়ি-২৯৮ নং আসনে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

 

 

১৫ জুন ২০২৫, রোববার ঈদুল আজহা উপলক্ষে জেলা সদরের ইসলামপুর দারুল আইতাম মাদ্রাসায় সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জেলা আমির অধ্যাপক ছৈয়দ আব্দুল মোমেন এ ঘোষনা দেন।

 

তিনি বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জেলা কমিটির সদস্য ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরীকে এই আসনে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নৈতিক ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামীর প্রার্থী মনোনয়ন একটি সময়োপযোগী পদক্ষেপ।

 

 

বৈষম্যহীন ও সুশাসনের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেন, “বৈষম্য, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত একটি আদর্শ বাংলাদেশ গড়তে হলে সুদক্ষ নেতৃত্বের প্রয়োজন। সততা ও দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হলে সব পক্ষের মত প্রকাশের সুযোগ থাকা জরুরি। তাই জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে গণসচেতনতা গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করি।

 

অনুষ্ঠানে জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান সহ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন পরে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনে অংশগ্রহণের এই ঘোষণা দলের জন্য একটি নতুন অধ্যায় সূচনার বার্তা বহন করছে।


error: Content is protected !!