ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পেহেলগামের ঘটনায় ‘কড়া পদক্ষেপ’ নিতে বললেন জাভেদ

জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলার ঘটনায় সোচ্চার হয়েছিলেন গীতিকার ও বলিউডের চিত্রনাট্যকার জাভেদ আখতার। তিনি জানান, ভারতে যতটা সম্মান দেওয়া হয় পাকিস্তানের শিল্পীদের, সেই জায়গায় ভারতীয় শিল্পীরা তাদের প্রাপ্য সম্মান পাকিস্তানে পান না।

এবার পাকিস্তানের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করেছেন তিনি। সম্প্রতি দিল্লির একটি অনুষ্ঠানে জাভেদ বলেন, ‘পাকিস্তান বারবার এই ধরনের কাজ করছে। আমি কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করছি দয়া করে যত দ্রুত সম্ভব পদক্ষেপ নিন।’

তার কথায়, ‘এমন কিছু করুন যাতে পাকিস্তানের সেনাপ্রধানকে শিক্ষা দেওয়া যায়। যার কথার মধ্যে কোনও সামঞ্জস্য নেই, বোধবুদ্ধিও নেই।’

উল্লেখ্য, কাশ্মিরের ভারত-শাসিত অঞ্চলে ১৯৮৯ সাল থেকে ভারতীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ চলছে। বহু কাশ্মিরি মুসলিম বিদ্রোহীদের সমর্থন করেন এবং তারা চায়, অঞ্চলটি হয় পাকিস্তানে যোগ দিক অথবা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করুক।

ভারত দাবি করে থাকে, এটি পাকিস্তান-প্রভাবিত “সন্ত্রাসবাদ”। অন্যদিকে পাকিস্তান বলে— এটি একটি বৈধ স্বাধীনতাকামী আন্দোলন। দীর্ঘ সংঘাতে হাজার হাজার বেসামরিক নাগরিক, বিদ্রোহী এবং নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন।


error: Content is protected !!