ঢাকা, শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
সভাপতি মাসুদ রানা ও সম্পাদক সাজ্জাদুল

খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদলের নতুন নেতৃত্ব

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি :
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলে ব্যালটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে ব্যালটের মাধ্যমে খাগড়াছড়ি সরকারি কলেজ শাখা’র জাতীয়তাবাদী ছাত্রদলের।

 

 

এসময় শিক্ষার্থীদের ভোটে কলেজে ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মাসুদ রানা ও সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. সাজ্জাদুল ইসলাম।

 

 

২৮ এপ্রিল ২০২৫ সোমবার বিকালে খাগড়াছড়ি সরকারী কলেজ অডিটোরিয়ামে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। এ কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ।

 

এ দিন সভাপতি পদে ৩জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী থাকায় ব্যালটের মাধ্যমে ফলাফল নির্ধারিত হয়। এতে ৩’শ১৬ কাউন্সিলরের মধ্যে ২’শ৮৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করে। অনুপস্থিত ছিল ৩২জন। কাউন্সিলে সবাই লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নিয়ম মেনেই ভোট প্রদান করা হয়।

 

ঘোষিত ফলাফলে মাসুদ রানা ১’শ ১১ ভোট পেয়ে মাসুদ রানা সভাপতি নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন জিকু ১’শ৩ ভোট পেয়ে দ্বিতীয় ও সাইদুল ইসলাম ৬৮ ভোট পেয়ে তৃতীয় হন। দুটি ভোট বাতিল হয়। অপর দিকে ৯১ ভোট পেয়ে মো: সাধারন সম্পাদক পদে নির্বাচিত হন সাজ্জাদুল ইসলাম। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: জসিম উদ্দিন ৮৫ ভোট,সাদিয়া আফরিন মোহনা ৫৭ ও মো: আরিফ হোসেন ৫১ ভোট পেয়েছেন।

 

কাউন্সিলর জানান,প্রায় ১৭ বছর পর ভোট দিতে পারাটা অন্য ধরনের অনুভূতি। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও এভাবে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চাই।

 

প্রধান অতিথির বক্তব্যে আরিফুল ইসলাম আরিফ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে ছাত্রদলকে সু-সংগঠিত করার ছাত্রদলের সাংগঠনিক তৎপরতা চলছে।

 

ছাত্রদলের খাগড়াছড়ি সরকারী কলেজ শাখার আহবায়ক আশিকুর রহমান আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ন সম্পাদক তানভীর আহমেদ তানু,দেওয়ান সাইদুল ইসলাম পলাশ,মুন্সী মোহাম্মদ জসিম রানা,খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন ও সাধারন সম্পাদক জাহেদুল আলম জাহিদ সহ আরও অনেকে।


error: Content is protected !!