ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে টিন ও প্রয়োজনীয় সামগ্রী বিতরন করেছে পানছড়ি সাবজোন

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
পানছড়ি উপজেলার সিন্দু কুমার পাড়া মহাদেব শিব মন্দির সংস্কারের জন্য ঢেউটিন ও প্রয়োজনীয় সামগ্রী বিতরন করেন পানছড়ি সেনা সাবজোন।

 

২৮ এপ্রিল ২০২৫ সোমবার সকালে সিন্দু কুমার পাড়া মহাদেব শিব মন্দিরের পুরোহিত ধরনী ত্রিপুরার হাতে মন্দির সংস্কার করনের লক্ষে সাব জোন কমান্ডার মেজর মোঃ রিফাত হোসাইন পিএসসি উপস্থিত থেকে এসব সামগ্রী তুলে দেন।

 

এ সময় মন্দির পরিচালনা কমিটি সেনা জোনের এহেন কাজের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাংলাদেশ সেনা বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সাম্প্রদায়িক ও ধর্মীয় সৌহার্দ রক্ষা করে আজ ভাংগা মন্দিরের সংস্কারের জন্য ঢেউটিন ও প্রয়োজনীয় সামগ্রী তুলে দিলেন।

 

সাব জোন কমান্ডার মেজর মোঃ রিফাত হোসাইন পিএসসি বলেন, দেশ মাতৃকার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী নিয়োজিত। ঠিক তেমনি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও জনকল্যান মুলক কাজেও সেনাবাহিনীর অংশগ্রহন চলমান।পার্বত্যাঞ্চলের উন্নয়নে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী কাজ করে যাবে।


error: Content is protected !!