
খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি :
পার্বত্য জেলা খাগড়াছড়িতে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়ি রিজিয়ন নিয়মিতভাবে নানাবিধ জনকল্যাণ মূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। এই ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে মানবিক সহায়তা প্রদানের আয়োজন করা হয়।
২৭ এপ্রিল ২০২৫, রবিবার সকালে খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে মানবিক সহায়তা প্রদান করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান।
এ সময় ডিএএএন্ডকিউএমজি মেজর রেজাউল করিম ইবনে রশিদ, ভারপ্রাপ্ত বিএম মেজর রেজা- ই-রাব্বি ও রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর কাজী মোস্তফা আরেফিন উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি পার্বত্য জেলার ২৪ জন অসহায় ব্যক্তিকে (চিকিৎসার জন্য ৯ জন অস্বচ্ছল রোগী, জিরো মাইল এলাকার এবাদত খানা মেরামত, কুমিল্লা টিলা আইডিয়াল স্কুলের শিক্ষক/ কর্মচারীদের বেতন ও ভাতা এবং স্বনির্ভরতার লক্ষ্যে ১ জন হতদরিদ্র অসহায় নারীকে সেলাই মেশিন প্রদান) সর্বমোট ২ লক্ষ ৭১ হাজার টাকার মানবিক সহায়তা প্রদান করা হয়।
এই মানবিক সহায়তা পেয়ে হত দরিদ্র অসহায় মানুষেরা সেনাবাহিনীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।