ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সমীপে খোলা চিঠি লিখলেন-শাহসূফী সৈয়দ ইঞ্জি. আব্দুল হান্নান আল হাদী

শাহসূফী সৈয়দ ইঞ্জি. আব্দুল হান্নান আল হাদী, প্রধান উপদেষ্টা ড. ইউনুসকে উদ্দেশ্য করে বলেন- আপনি কেন বলেন আমি রাষ্ট্র পরিচালনার কাজের জন্য নই।আমার অন্য কাজ আছে, আমি সেসব কাজে ফিরে যেতে চাই।কিন্তু বিষয় হলো আপনি অনুরোধ ক্রমে একাজের দায়িত্ব নিয়েছেন ও শপথ গ্রহন করেছেন। এখন আপনাকে এ কাজই করতে হবে,জাতি এটা চায়।নিম্নোক্ত কাজগুলি দ্রুত আপনাকে করতে হবেঃ
১) স্পেশাল ট্রাইবুনালের মাধ্যমে বিগত সরকারের খুন,গুম,ঘুষ,দুর্নীতি,অর্থ পাচার,লুটপাট, ভেজাল, দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা ইত্যাদির জন্য বিচার করে শাস্তির ব্যবস্থা করতে হবে।
২)এ সব অপরাধের জন্য মৃত্যুদন্ডের বিধান সম্বলিত এক্সিকিউটিভ অর্ডার করতে হবে।
৩)দেশের আইন শৃংখলা উন্নতির জন্য চাঁদাবাজি, চুরি ডাকাতি, জবর দখলে দ্রুত গ্রেফতার ও বিচারের ব্যবস্হা করতে হবে।
আপনি যতদিন এ পদে আছেন ততদিন জাতীয গুরুত্বপুর্ণ এ কাজ গুলো করতে হবে।জাতি আপনার উপর বিশ্বাসের অমর্যাদা করবেন না আশা করি।
৪) আপনি নিজের নেতৃত্বে বা অন্য কারোও নেতৃত্বে যথা বিএনপি বা কোন জাতীয় অধ্যাপক বা পিনাকী বা কোন বিচারপতির নেতৃত্বে আগামী ১০ বছরের জন্য সকল স্টোকহোল্ডদের নিয়ে একটি জাতীয় সরকার গঠন করে নিন বা দিন।এ সরকারকে গণভোটে এপ্রুব করে নিন।এবং একটি গণ পরিষদের মাধ্যমে একটি নতুন সংবিধান চালু করুণ।এ সরকারে খুনী ও দুর্নীতিবাজদের অংশ গ্রহন নিষিদ্ধ থাকবে।

আম কতল হতে বিএনপির রক্ষার উপায়ঃ 

১৯৭১এর ডিসেম্বরে মুক্তিযুদ্ধের পর আ,লীগ যদি একক সরকার গঠন না করে জাতীয় সরকার গঠন করতো (সব মুক্তিকামী দল ও মানুষ নিয়ে) তাহলে আর ১৯৭৫ সালে আ,লীগ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ হয়না ও তাদের নেতাদের মৃত্যুবরণও করতে হয় না।তাই এখন বিএনপিকে বলবো সব স্টোক হোল্ডারদের নিয়ে জাতীয় সরকার গঠন করুন।গণভোট নিন।দুর্নীতির বিচারের জন্য স্পেশাল ট্রাইবুনাল গঠন করুন।বিচারের মাধ্যমে খুন -গুম-পাচার -ঘুষদূর্নীতির বিচার করুন এবং গণপরিষদের নির্বাচন করে সংবিধান গ্রহণ করুণ। এভাবে একটা সৎ ও দেশ প্রেমিক জাতি গঠনে ভুমিকা রাখুন।নচেৎ ইতিহাসের কাঠ গড়ায় একদিন আপনাদেরও দাড়াতে হতে পারে ও আম কতলেরও হয়তো সম্মুখীন হতে হতে পারে।

জুলাই আগষ্ট, ২০২৪ বিপ্লব কি ব্যার্থ???
★★★★★★★★★
ভারতীয় আধিপত্য বাদ, তাদের বাংলাদেশী সেনা দোসর, লুটপাট কারী আ,লীগ-বিএনপি একত্রে জুলাই-আগষ্ট,২৪ বিপ্লবকে ব্যার্থ করে দিচ্ছে। ইসলামকে ছুড়ে ফেলে দিয়ে তারা এদেশে হরিলুটের নৈরাজ্য কায়েম করতে চাচ্ছে।দেশের স্বাধীনতা বিপন্ন।বিপ্লবীদের ফাঁসী অনিবার্য করে তুলতে চাচ্ছে তারা।
এ অবস্হার প্রেক্ষিতে দ্বিতীয় বিপ্লবের ডাক দেয়া অনিবার্য হয়ে পড়েছে।” জাগো বাহে কোন্ঠে সবায়?”


error: Content is protected !!