ঢাকা, শনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, শনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পেহেলগামের ঘটনা ভুলতে পারছি না : হিনা খান

জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলার ঘটনায় অপরাধীদের উপযুক্ত শাস্তির দাবিতে সোচ্চার বলিউড তারকার। এবার এই ঘটনাকে ‘লজ্জা’ বলে উল্লেখ করেছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট শেয়ার করেছেন হিনা। 

তিনি লিখেছেন, ‘আমাদের সকলের জন্য এটা অত্যন্ত অন্ধকার একটা দিন। নিন্দার কোনও ভাষা নেই। তবে বাস্তবটাকে তো মেনে নিতেই হবে। সেটা কোনও ভাবেই এড়িয়ে যাওয়া যায় না।’

পহেলগামের ঘটনা আমি ভুলতে পারছি উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘যারা প্রাণ হারিয়েছেন তাদের সকলের কাছে ক্ষমাপ্রার্থী। একজন ভারতীয় হিসেবে আমি মর্মাহত। মুসলিম হিসেবে দুঃখিত। পহেলগামের ঘটনা আমি ভুলতে পারছি না। আমি মানসিক ভাবে খুব কষ্ট পাচ্ছি।’

তবে এই যন্ত্রণা শুধু তার একার নয়। সমস্ত ভারতীয়র যন্ত্রণা বলে উল্লেখ করেছেন হিনা। তার কথায়, ‘সকল নিহতের পরিবারকে ঈশ্বর শক্তি দিক। যারা এটা করেছে তারা যে ধর্মেরই হোক না কেন, তারা মানুষ নন। আমাদের সকলকে এই সময় একজোট হয়ে থাকতে হবে।’

শেষে বলেন, ‘আমরা যারা ভারতকে আমাদের বাড়ি বা মাতৃভূমি বলি, যদি তারাই একে অপরের সঙ্গে লড়াই শুরু করি, তা হলে আমরা বিভক্ত হয়ে যাব, এটাই স্বাভাবিক। ভারতীয় হিসেবে আমাদের এটা হতে দেওয়া উচিত নয়।’

উল্লেখ্য, কাশ্মিরের ভারত-শাসিত অঞ্চলে ১৯৮৯ সাল থেকে ভারতীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ চলছে। বহু কাশ্মিরি মুসলিম বিদ্রোহীদের সমর্থন করেন এবং তারা চায়, অঞ্চলটি হয় পাকিস্তানে যোগ দিক অথবা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করুক।

ভারত দাবি করে থাকে, এটি পাকিস্তান-প্রভাবিত “সন্ত্রাসবাদ”। অন্যদিকে পাকিস্তান বলে— এটি একটি বৈধ স্বাধীনতাকামী আন্দোলন। দীর্ঘ সংঘাতে হাজার হাজার বেসামরিক নাগরিক, বিদ্রোহী এবং নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন।


error: Content is protected !!