ঢাকা, শনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, শনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

নিরাপত্তার সন্ধানে নতুন ঠিকানা, কোথায় বাড়ি কিনলেন সাইফ?

বলিউড তারকাদের মাঝে অনেকেই বাড়ি কেনা-বেচা করে থাকে। এবার সেই তালিকায় নাম লেখালেন সাইফ আলি খান। প্রশ্ন হলো, এর আগেও তো বাড়ি, জমি কিনেছেন সাইফ। তবে এবার কেন এত চর্চা হচ্ছে বিষয়টি নিয়ে? অভিনেতা নতুন বাড়ি কিনছেন শুনেই ভক্তদের অনেকের মনে প্রশ্ন।

তবে কি হামলার ঘটনায় এমন সিদ্ধান্ত নিয়েছেন। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, কাতারের দোহার দ্য সেন্ট রেজিস মার্সা অ্যারাবিয়া আইল্যান্ড, দ্য পার্লে একটি সম্পত্তি কিনেছেন বলে সম্প্রতি একটি অনুষ্ঠানে মুখ খুলেছেন অভিনেতা।

অভিনেতার কথায়, ‘আমি শুটিংয়ের জন্য গিয়েছিলাম। একটা সুন্দর নির্জন দ্বীপে। জায়গাটা এতটাই মনে ধরেছিল যে ভেবেছিলাম যদি কোনও দিন এইরকম একটা জায়গায় থাকতে পারি।’

সাইফ আলি জানান, পরবর্তীতে তিনি তার পরিবারের সকলের সঙ্গে বিশেষ করে তার স্ত্রী কারিনা কাপুরের ছেলেদের সঙ্গে নিয়ে ঘুরতে যাওয়ার জন্যও অধীর আগ্রহে অপেক্ষা করছেন।


error: Content is protected !!