ঢাকা, শনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, শনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পারভেজের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

এম জামান রাজ ,খাগড়াছড়ি :
বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী, জুলাই আগস্ট আন্দোলনে অকুতোভয় সংগ্রামী প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩ ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যার প্রতিবাদ এবং পারভেজের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিতের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে জেলা ছাত্রদল।

 

 

২১ এপ্রিল ২০২৫, সোমবার সকালে খাগড়াছড়ি গেইট সংলগ্ন সরকারি কলেজ গেইটের সামনে সরকারি কলেজ শাখার আহবায়ক আশিকুর রহমান আলামিনের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হত্যা ও নৈরাজ্য সৃষ্টি করে নতুন স্বৈরাচারের পরিচয় দিচ্ছে মন্তব্য করে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন করে নেতৃত্বের স্বপ্নে বিভোর। তারা এখন স্বৈরাচারের পেতাত্মার রূপে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে দেশে মব সৃষ্টি করছে। নির্বাচন না দিয়ে ক্ষমতা আকড়ে ধরে রাখার কোন ধরনের দুঃস্বপ্ন দেশের মাটিতে বাস্তবায়ন হতে দেয়া হবেনা বলেও হুশিয়ারি দেন।

 

মানব বন্ধনে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি বাপ্পী মজুমদার, সহ-সভাপতি উজ্জ্বল কান্তি দে, বাচ্চু আহম্মেদ,সাধারন সম্পাদক জাহিদুল আলম জাহিদ , যুগ্ম সম্পাদক আনিসুল আলম অনিক, সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন রানা প্রমূখ সহ ছাত্রদলের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

 

ছাত্রনেতারা,২৪ এর জুলাই আন্দোলনের অকুতভয় যোদ্ধা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩ ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় জড়িত খুনীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।


error: Content is protected !!