ঢাকা, শনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, শনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউরোপীয় ইউনিয়নের ৮ রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির মতবিনিময়

ইউরোপীয় ইউনিয়নের আট রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের পক্ষে মতবিনিময় সভায় অংশ নেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

আজ (মঙ্গলবার) মতবিনিময় সভায়টি অনুষ্ঠিত হয়। ‘ইউরোপীয় ইউনিয়ন ইন বাংলাদেশ’ তাদের ফেসবুক পেজে একটি পোস্টে এ বৈঠকের বিষয়ে জানিয়েছে। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা পোস্টটি শেয়ার দিয়ে লিখেছেন— বৈঠকে যোগ দিতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন।

ডা. তাসনিম জারা লেখেন, ইউরোপীয় ইউনিয়ন এবং আটটি সদস্য রাষ্ট্র— স্পেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ইতালি, সুইডেন, সুইজারল্যান্ড, নরওয়ের রাষ্ট্রদূত এবং প্রতিনিধিদের সাথে খোলামেলা মতবিনিময় অনুষ্ঠানে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে যোগ দিতে পেরে আমি সম্মানিত।

ইউরোপীয় ইউনিয়নের ফেসবুকের ভেরিফাই পেজের পোস্টে লেখা হয়, নবগঠিত ন্যাশনাল সিটিজেন পার্টির সাথে আজ মতবিনিময় হয়েছে। এতে এনসিপির দৃষ্টিভঙ্গি এবং অগ্রাধিকার, পাশাপাশি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য ইইউয়ের সমর্থন নিয়ে আলোচনা হয়েছে।


error: Content is protected !!