
খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক , খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে বন্যা পরবর্তী জীবনমান উন্নয়ন(জীবন ও জীবিকা)’র জন্য নগদ আর্থিক সহায়তা দিয়েছেন স্থানীয় উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতি।
২৫এপ্রিল ২০২৫ , শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের কমলছড়ি ইউনিয়ন পরিষদের হলরুমে ইউপি চেয়ারম্যান সুনীল চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়।
এ দিন বিগত সময়ে (২০২৪সালে আগস্ট মাসে) বন্যায় ক্ষতিগ্রস্ত একশত পরিবারের মাঝে বিকাশের মাধ্যমে প্রত্যেক পরিবারের মাঝে ৬ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই অর্থ প্রদানের মূল উদ্দেশ্য হচ্ছে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন কিছুটা হলেও জীবিকা নির্বাহ করার সুযোগ তৈরি হয়। তারা যেন এই অর্থ দিয়ে গৃহপালিত পশু-পাখি পালন করে জীবিকা নির্বাহ করতে পারেন। সে জন্যই কিছু শর্ত দিয়ে সম্পূর্ণ অফেরৎ যোগ্য নগদ অর্থ প্রদান করা হয়। গতকাল ২৪এপ্রিল বৃহস্পতিবার সকালে ও খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলায়তনে বিগত সময়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে ৬ হাজার টাকা করে প্রত্যেক পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। দুই দিনে ধাপে ধাপে সদর উপজেলা দুইটি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে নগদ ১২ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এ সময় জাবারাং কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালস মথুরা বিকাশ ত্রিপুরা,প্রোগ্রাম কো-অর্ডিনেটর বিনোদন ত্রিপুরা সহ কমলছড়ি ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।