
ইসরায়েল নামক বিষফোঁড়া নির্মূল করতেই হবে বলে হুঁশিয়ারি করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে ভারতের বিতর্কিত ওয়াকফ বিল স্থগিত নয়, একেবারেই বাতিল করার দাবিও জানিয়েছে।শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর পাদদেশে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত গাজায় বর্বরোচিত গণহত্যা, ভারতে বিতর্কিত ওয়াকফ বিল পাশ ও মুসলিম অধিকার খর্ব করার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব দাবি তোলা হয়।সমাবেশে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সই করে ইসরায়েল। কিন্তু ইসরায়েল সেই চুক্তি ভঙ্গ করেছে। তারা গাজায় হামলা করে মানবাধিকারকে পদদলিত করেছে। গত কয়েকদিন যাবত ফিলিস্তিনের সীমানায় কোনো সাহায্য সামগ্রী ঢুকতে দেওয়া হচ্ছে না। এখন মনে হচ্ছে সারা দুনিয়ার জন্য ইসরায়েল একটি বিষফোঁড়া। এই বিষফোঁড়াকে নির্মূল করতেই হবে। বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠদের দেশ। এ দেশের বাজারে-দোকানে ইসরায়েলি পণ্য চলতে পারে না।
তিনি বলেন, ভারতের পার্লামেন্টে একটি বিতর্কিত ওয়াকফ বিল পাস হয়েছে। এই আইনের বিরুদ্ধে গোটা ভারতবর্ষে প্রতিবাদের আগুন জ্বলছে। একটা পর্যায়ে গতকাল হাইকোর্ট এই বিতর্কিত আইনকে স্থগিত করেছে। আমরা তাদের এই রায়কে স্বাগত জানাই। তবে এটি স্থগিত নয়, একেবারেই বাতিল করতে হবে। ভারতে আর এই বিতর্কিত ওয়াকফ বিল চলবে না।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব বলেন, ভারতে প্রায় ১০ লাখ একর ওয়াকফ সম্পত্তি রয়েছে। মূলত এই ওয়াকফ সম্পত্তির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠিত মাদ্রাসা-মসজিদ বন্ধ করে দেওয়াই হলো তাদের মূল এজেন্ডা। এটা হতে দেওয়া যাবে না।
সমাবেশে আরও বক্তব্য রাখেন- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি, সহ-সভাপতিসহ অন্যান্য নেতারা।