ঢাকা, শনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, শনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পানছড়িতে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
জেলার পানছড়িতে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

 

২৩ এপ্রিল ২০২৫, বুধবার বিকাল পাঁচটায় উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আাবসারের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলটি বিএনপির উপজেলা কার্যালয় থেকে শুরু হয়ে জিয়া স্কোয়ারে এসে সমাবেশে অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, বিএনপির কোন নেতাকর্মী আওয়ামী লীগের কোন ব্যাক্তিকে কোন প্রকার আশ্রয় দিলে দল থেকে বহিষ্কার করা হবে। এবং সকল আওয়ামী লীগের নেতা কর্মীদের সতর্ক করে বলেন, পানছড়ি উপজেলায় কোন প্রাকার নৈরাজ সৃষ্টি করার চেষ্টা করলে কঠোর ভাবে দমন করা হবে।

 

এ সময়, উপজেলা বিএনপির সহ সভাপতি নুরুল কায়েশ শিমুল, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, যুগ্ন সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সেলিম, উপজেলা কৃষক দলের সভাপতি মো.আবুল হাসেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইদ্রিস আলী , যুগ্ন আহবায়ক আমান উল্লাহ, সদস্য সচিব সাইদুল আলম, ছাত্রদলের আহবায়ক দিদারুল আলম সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


error: Content is protected !!