ঢাকা, শনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, শনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে হাসপাতালে বৃদ্ধকে চিকিৎসকের মারধর, নিয়ে গেলেন টেনে হিঁচড়ে

ভারতের মধ্যপ্রদেশের চত্বরপুর বিভাগীয় হাসপাতালে এক বৃদ্ধকে মারধর করেছেন চিকিৎসক। ওই বৃদ্ধকে আঘাত করেই ক্ষান্ত হননি। তাকে এরপর টেনে হিঁচড়ে হাসপাতালের পুলিশ পোস্টে নিয়ে যেতে থাকেন তিনি।

গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এ ঘটনা ঘটে। কেউ একজন তার মোবাইল ফোনে এ বর্বরতার ভিডিও ধারণ করেন। যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর সেখানকার মানুষ ফুঁসে ওঠেন।

এ ঘটনার পর বৃদ্ধার ওপর নির্যাতন চালানো চিকিৎসক পালিয়ে গেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

উদ্ভবলাল জোসি নামে ৭৭ বছর বয়সী ওই বৃদ্ধ জানিয়েছেন, তিনি তার অসুস্থ স্ত্রীকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন। অন্যদের মতো তিনিও লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। তখন এক চিকিৎসক তাদের ওপর ক্ষিপ্ত হন। তাদের জিজ্ঞেস করেন, কেন তারা এখানে দাঁড়িয়ে আছেন।

উদ্ভবলাল জোসি আরও জানান, তাকে লাইনে দাঁড়ানোর কারণ বলার পর এ চিকিৎসক তাকে থাপ্পড় মারেন। এরপর তাকে টেনে হিঁচড়ে হাসপাতালের পুলিশ পোস্টের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

নির্যাতনের শিকার বৃদ্ধ বলেন, “চিকিৎসক আমাকে লাথি মারেন। টেনে হিঁচড়ে পুলিশ পোস্টে নিয়ে যেতে থাকেন। তিনি আমাকে থাপ্পড় মারেন, আমার চশমা ভেঙে ফেলেন। তিনি আমার স্লিপ ছিড়ে ফেলেন। আমাকে হত্যার হুমকি দেন। আমার স্ত্রীকে হেনস্তা করেন।”

হাসপাতালটির সিভিল সার্জন ডাক্তার জিএল আহিরওয়ার এনডিটিভির কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেছেন, জড়িত চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেছেন, অভিযুক্ত চিকিৎসক প্রথমে বলেছিলেন ওই ব্যক্তি তার সঙ্গে খারাপ আচরণ করেছেন। কিন্তু ভিডিওতে যা দেখা গেছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সূত্র: এনডিটিভি


error: Content is protected !!