ঢাকা, শনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, শনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্ব গির্জা পরিষদ সম্পাদকের সাক্ষাৎ

বিশ্ব গির্জা পরিষদের (ডব্লিউসিসি) সাধারণ সম্পাদক রেভারেন্ড ডক্টর জেরি পিল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (১৩ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তিনি এ সাক্ষাৎ করেছেন। প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে রেভারেন্ড পিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং শান্তি, ন্যায়বিচার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি উন্নয়নে এর প্রচেষ্টার প্রতি বিশ্ব গির্জা পরিষদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

রেভারেন্ড পিলে বলেন, আমরা আপনার নেতৃত্বের প্রতি আমাদের সমর্থন এবং সংহতি প্রকাশ করতে এখানে এসেছি।

দুই দশক পর এই সফর বাংলাদেশের প্রতি আমাদের অব্যাহত অঙ্গীকারকে প্রতিফলিত করে। আপনার মতো, আমরা ঐক্য, শান্তি এবং একটি ন্যায়সংগত সমাজে বিশ্বাস করি – এবং আমরা দেখতে পাই যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার ঠিক এটি অর্জনের জন্য কঠোর পরিশ্রম করছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ডব্লিউসিসি প্রতিনিধিদলকে স্বাগত জানিয়েছেন এবং তাদের সমর্থন প্রদর্শনের জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন।

অধ্যাপক ইউনূস বলেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি—সবসময় উত্থান-পতন থাকবে, কিন্তু আমরা দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি আরও বলেন, আগামী দিনগুলিতে আমাদের আপনার সমর্থন প্রয়োজন। আমি আশা করি আপনি আবারও বাংলাদেশ সফর করবেন।

বিশ্ব ৫০ কোটিরও বেশি খ্রিস্টানের প্রতিনিধিত্বকারী ৩৫২টি সদস্যের গির্জার একটি বিশ্বব্যাপী ফেলোশিপ, ওয়ার্ল্ড কাউন্সিল অব চার্চেস, আন্তঃধর্মীয় সম্প্রীতির পক্ষে কাজ করে আসছে।

ধর্ম বিষয়ক মন্ত্রী ড. এ এফ এম খালিদ হাসানও বৈঠকে উপস্থিত ছিলেন।


error: Content is protected !!