ঢাকা, মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

নড়িয়ায় প্রতিবন্ধীর উপরে সন্ত্রাসী হামলা

শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পশ্চিম কালিকা প্রসাদ গ্রামের বাক প্রতিবন্ধী মোঃ হযরত আলী ফকির ও তার ছোট ভাই মোঃ রফিকুল ইসলাম ফকির এর উপর হামলা করেছে স্থানীয় সন্ত্রাসীরা।

 

গতকাল (৩ ডিসেম্বর ২০২০) বৃহস্পতিবার বিকেলে প্রতিবন্ধী হযরত আলী তাদের বাড়ির পূর্ব পাশে পৈত্রিক পৈত্রিক জমিতে গরুর খাবার জন্য ঘাস কাটতে গেলে তার উপরে অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ প্রতিবন্ধীর পরিবারের উপরে বিভিন্ন ভাবে হামলা নির্যাতন ও ভয়-ভীতি প্রদর্শন করে আসতে ছিল। স্থানীয় দখলবাজ ও দুষ্কৃতিকারী খালাসী পরিবার দীর্ঘদিন যাবত প্রতিবন্ধীর পরিবারের জমিজমা জোরপূর্বক দখল করে খেয়ে আসছে। তাদের অত্যাচার-নির্যাতনে অতিষ্ঠ এলাকার অনেক মানুষ।

 

এদিকে প্রতিদিনের মতো গরুর জন্য ঘাস কাটতে পৈত্রিক জমিতে যায় প্রতিবন্ধী হযরত আলী। সেখানে ঘাস কাটার সময় বাধা দেয় প্রতিপক্ষের সন্ত্রাসী ইকবাল খালাসীসহ চাচাতো ভাই শাহিন খালাসী ও চাচা ইয়াসিন খালাসী সহ আরো ১০/১২জন।

 

আহত হযরত আলী বাক প্রতিবন্ধী কানে শুনতে না পাওয়ায় তাদের বাধা উপেক্ষা করে ঘাস কাটতে ছিল। এমতাবস্থায় ইকবাল সহজ সবাই মিলে প্রতিবন্ধী হযরত আলীর উপরে হামলা চালায় এবং কিল ঘুষি লাথি মারতে থাকে। মার খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে হযরত আলী। এ সময় হযরত আলীর চিৎকার শুনে তার ছোটভাই রফিকুল ইসলাম দৌড়ে আসে তখন রফিক কেউ ব্যাপক মারধর করে স্থানীয় সন্ত্রাসী ইকবাল, শাহিন ও ইয়াসিন খালাসী। ওদেরকে মাটিতে ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। এবং যাওয়ার সময় চিৎকার করে বলে তোদের বাড়ি ঘর কুপায়া নামিয়ে দেবো এবং আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেবো। আরো বলেন তাদেরকে যদি কখনো এখানে দেখি তাহলে একেবারে প্রাণে মেরে ফেলবো। ওরে প্রতিবন্ধী হযরত আলী ও ছোটভাই রফিককে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

 

প্রতিবন্ধীর ছোট ভাই আহত রফিকুল ইসলাম জানান, আমার ভাই বাক প্রতিবন্ধী হওয়ায় আমাকে ছাড়াই তাদের হামলার বিবরণ দেয়। স্থানীয় ভূমিদস্যু ইয়াসিন খালাসী, শাহিন খালাসী, ইকবাল খালাসী সহ তাদের পরিবারের সবাই দীর্ঘদিন যাবত আমাদের পৈত্রিক সম্পত্তির উপর জবরদখল করে আসছে। আমরা কিছুতেই তাদের সাথে শক্তিতে পেরে উঠছি না। কারণ আমরা আইডি কার্ড চেক মামলা মোকাদ্দমা এসে পারিবারিকভাবেই পছন্দ করিনা। স্থানীয়ভাবে বহুবার চেষ্টা করেছি তাদের সাথে মিলেমিশে বসবাস করার জন্য কিন্তু তারা কিছুতেই স্থানীয় মুরুব্বিদের কথা মানে না। আমাদেরকে মারধর করে ও ক্ষান্ত হয়নি এখন আবারও বড় ধরনের হামলা করার পরিকল্পনা করছেন এবং আমাদের প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে তারা। তোদের অত্যাচারে আমরা সয়লা খরগোশের অনেকেই অতিষ্ঠ। প্রশাসনের কাছে আমাদের জোর দাবি আমরা এই দুষ্কৃতিকারী জুলুমবাজ দের হাত থেকে রক্ষা চাই। আমরা শান্তিপ্রিয় মানুষ সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রেখে বসবাস করতে চাই।

 

নড়িয়া থানার ওসি মোঃ হাফিজুর রহমান বলেন, উক্ত ঘটনায় এক বাক প্রতিবন্ধীর উপরে হামলা হয়েছে এমন একটি অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি তদন্ত করছি, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সামনে যেন আরো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে সেই লক্ষ্যে উভয়পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রদান করেছি।


error: Content is protected !!