
মোঃ আল আমিন, মাধবদী (নরসিংদী) সংবাদদাতা :
মিনিবাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ তরুণ বন্ধু নিহত হয়েছে ও আহত হয়েছে আরো অন্তত ২ জন। গতকাল ৩০ অক্টোবর সোমবার ভোর সাড়ে ৬ টায় মাধবদী থানাধীন ঢাকা সিলেট মহা সড়কের কান্দাইল বাসষ্ট্যান্ডে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানাগেছে নরসিংদী থেকে ছেড়ে আসা নারায়নগঞ্জগামী মিনিবাস (সিলেট ক-৫৯০৪) ও অপরদিক কক্সবাজার থেকে ফিরে আসা সিলেটগামী একটি কালো রংয়ের বক্সি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৬-০২৫২) গতকাল সোমবার ভোর সাড়ে ৬ টায় কান্দাইল বাসষ্ট্যান্ডে মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোবাসটি ধুমড়ে মুচড়ে যায়।
এসময় মাইক্রোবাসে থাকা ৪ বন্ধু ঘটনাস্থলেই নিহত হয়। পরে আশপাশের লোকজন ছুটোছুটি করে দৌড়ে এসে মুমুর্ষ অবস্থায় আরো ৪ জনকে উদ্ধার করে হাসপাতাল নেয়ার পথে পথিমধ্যে আরো ২ জন নিহত হয়। মারাত্তক আহত অবস্থায় বাকি ২ জনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্ত্তি করা হয়। সুত্র আরো জানায় নিহত ৬ তরুণ খুব ঘনিষ্ট বন্ধু ছিল। তারা সুখ-দুখ, হাসি, আনন্দ, ভ্রমণ সহ সব কিছুতে এক সাথেই থাকতেন। সিলেট বিয়ানীবাজারের ওই তরুণ বন্ধুরা কক্সবাজারে গিয়েছিলেন নিপীড়িত রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ করতে। ত্রাণ বিতরণ শেষে বাড়ি ফেরার পথটা আর সুখকর হলো না তাদের।
মাধবদীর কান্দাইলে এসে সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ওই ছয় তরুণের তাজা প্রাণ। নিহত ৬ তরুণ বন্ধুরা হলো-সিলেট বিয়ানীবাজার পৌরশহরের জামান প্লাজাস্থ রূপসী ফ্যশনের মালিক রেজাউল করিম (৩৫) পিতা লুৎফর রহমান, মতিন ক্লথ স্টোরের জোবায়ের আহমেদ (৩৬) পিতা ময়না মিয়া, ব্যবসায়ী বাবুল আহমেদ(৩৫) পিতা আরজত আলী, ইবাল আহমেদ(৪০) পিতা নাজিম উদ্দিন, শখ কসমেটিসের মালিক খায়রুল বাসার খায়ের (৩৭) পিতা বায়েজিত খান ও ড্রাইভার বাবুল মিয়া (৩২) পিতা অজ্ঞাত। এবং আহত ২ জন হলো দেলোয়ার হোসেন (৩৬) পিতা হাজী আব্দুল হান্নান, হাবিজ উদ্দিন (৩৮) পিতা হাজী মজির উদ্দিন। নিহত ও আহত প্রত্যেকেই মাইক্রোবাসে ছিল। নিহত প্রত্যেকের বাড়ী সিলেটের বিয়ানি বাজার বলে পুলিশ জানায়।
এ দুর্ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় ঢাকা সিলেট মহা সড়কে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। অবরোধের ফলে উভয় দিকে শত শত গাড়ি আটকে যানজট সৃষ্টি হয়। এতে অফিস ও ঘরমুখো মানুষরা দুর্ভোগের মধ্যে পড়েন। পরে সংবাদ পেয়ে মাধবদী থানা পুলিশ ও দমকলবাহিনী কর্মীরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পুলিশ লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত এ ব্যাপারে মাধবদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানাগেছে।