
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহে ইয়াবাসহ মাসুদ মন্ডল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে শহরের ব্যাপারীপাড়া থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাসুদ মন্ডল শহরের ব্যপারীপাড়া নুর আলী মন্ডলের ছেলে। ঝিনাইদহ সদর থানার পরিদর্শক (অপারেশন) মহসীন হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শহরের বাস মালিক সমিতি ভবনের সামনে মাদক কেনা বেচা চলছে।
এসমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় তারা। এসময় সে সময় মাদক বিরোধী অভিযানে মাসুদ মন্ডলকে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে আটক করা হয়। আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদকের ব্যবসা করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।