ঢাকা, সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে ‘ঝিনুকদহ ভাষা পরিষদ’ সংগঠন কর্তৃক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা বিতরণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ ৭ বীরশ্রেষ্ঠ ও সকল শহীদদের স্মরণে সারা দেশে ৭ হাজার জাতীয় পতাকা বিতরণ শুরু করেছে ‘ঝিনুকদহ ভাষা পরিষদ’ নামের একটি সংগঠন। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ সরকারি নুরুন্নাহার মহিলা কলেজে পতাকা বিতরণের মধ্যে দিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

এসময় ঝিনাইদহ নাইদহ সরকারি নূরনাহার মহিলা কলেজের অধ্যক্ষ মনিরুল আলম, ঝিনুকদহ ভাষা পরিষদের উপদেষ্টা মাসুদ আহমেদ সঞ্জু, সভাপতি গাউস গোর্কি, সাধারণ সম্পাদক খান এমএস জামান শিমুল, সদস্য রবিউল ইসলাম, হাসেম আলী, মনির হোসেন, সবুর, শিপন রনিসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংগঠনটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় জাতীয় পতাকার গুরুত্ব ও ব্যবহার বিষয়ে আলোচনা করা হয়। দিনব্যাপী সরকারি কেসি কলেজ, কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজ, উজির আলী স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পতাকা বিতরণ করা হয়। নতুন প্রজন্মসহ সকলের মধ্যে দেশপ্রেম নতুন করে পুন:জাগ্রত করার লক্ষ্যে ‘পতাকা বিপ্লব’ নামের এ কর্মসূচী গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।


error: Content is protected !!