ঢাকা, শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
ঢাকা, শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তান এয়ারলাইন্স কিনে নিতে আগ্রহী ১০ প্রতিষ্ঠান

লোকসান থেকে বেরিয়ে যেতে পাকিস্তান এয়ারলাইন্সের মালিকানা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। আর সরকারি এই সংস্থাটি কিনে নিতে এখন পর্যন্ত ১০টি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। যার মধ্যে পাকিস্তানে কার্যক্রম পরিচালনা করা তিনটি বেসরকারি বিমান সংস্থা রয়েছে।আগামী ১৮ মে পর্যন্ত পাকিস্তান এয়ারলাইন্স কিনে নেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া যাবে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ‘স্টার্টআপ পাকিস্তান’ শুক্রবার (৩ মে) একট সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, ফ্লাই জিন্নাহ, এয়ারশিয়াল, সুজাত আজিম গ্রুপ, তাব্বা, তারিক গ্রুপ এবং শেহগাল গ্রুপ পাকিস্তান এয়ারলাইন্সের বেশিরভাগ শেয়ার কিনে নেওয়ার আগ্রহী দেখিয়েছে।

এছাড়া আগ্রহীদের তালিকায় রয়েছে আরিফ হাবিব এবং গেরি গ্রুপের আকরাম ওয়ালি মুহাম্মদ।

পাকিস্তান এয়ারলাইন্স একটি লোকসানি প্রতিষ্ঠান। বর্তমানে সংস্থাটির লোকসানের পরিমাণ ৮৫০ বিলিয়ন রুপি। সরকারের বিশ্বাস এয়ারলাইন্সটি বিক্রি করে দেওয়ার মাধ্যমে লোকসানের বোঝা থেকে মুক্তি পাওয়াসহ এটিকে একটি লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করা যাবে।

সরকারি বিমান সংস্থা ছাড়াও রাষ্ট্রীয় মালিকানাধীন স্টিল মিল, ডিস্কো, ফার্স্ট ওমেন ব্যাংক এবং হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনকেও বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে পাকিস্তানের সরকার।

সূত্র: স্টার্টআপ পাকিস্তান


error: Content is protected !!