ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

খাগড়াছড়ি নতুন কুঁড়ি স্কুলের অডিটোরিয়াম ভবন উদ্বোধন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি :
খাগড়াছড়ি নতুন কুঁড়ি স্কুলের নব নির্মিত অডিটোরিয়াম ভবন এর শুভ উদ্বোধন করলেন, ২০৩ পদাতিক খাগড়াছড়ি ব্রিগেডিয়ার জেনারেল রিজিয়ন কমান্ডার শরীফ মো. আমান হাসান।

 

১৬ মার্চ ২০২৫ , রবিবার সকালে খাগড়াছড়ি নতুন কুঁড়ি স্কুলের নব নির্মিত অডিটোরিয়াম ভবনের ফিতা কেটে ফলক উন্মোচন করে অডিটোরিয়াম ভবন ও স্কুল পরিদর্শন করেন রিজিয়ন কমান্ডার।

 

পরিদর্শন শেষে স্কুলে নতুন অডিটোরিয়াম ভবনে আলোচনা সভায় খাগড়াছড়ি ব্রিগেডিয়ার জেনারেল রিজিয়ন কমান্ডার শরীফ মো. আমান হাসান বলেন, পার্বত্য জেলা খাগড়াছড়িতে শিক্ষার মানোন্নয়নে খাগড়াছড়ি রিজিয়ন কাজ করে যাচ্ছে। এবং এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে।

 

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা,খাগড়াছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ খাদেমুল ইসলাম, রিজিয়ন জিটুআই মেজর মোস্তফা আরেফিন, খাগড়াছড়ি জেলা প্রধান নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী,খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার সহ জেলা পরিষদের ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


error: Content is protected !!