
দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এফবিসিসিআইয়ের বিভিন্ন সংগঠনের ব্যবসায়ী নেতৃবৃন্দ ।ঈদুল ফিতর হচ্ছে বাংলাদেশের গণমানুষের আনন্দের দিন। এই আনন্দ আমরা সবাই মিলে ভাগাভাগি করে নিতে চাই। জনগণের সুখ, দুঃখ আমাদেরও সুখ দুঃখ।
এই ঈদে আমাদের প্রতিজ্ঞা হোক, সবাই মিলে বাংলাদেশকে ভালোবাসবো।ব্যবসায়ীরা বলেন, এক মাস পবিত্র সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দুয়ারে সমাগত।মাসব্যাপী সিয়াম সাধনা শেষে খুশির বার্তা নিয়ে আসা পবিত্র ঈদুল ফিতর সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তুলবে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। পবিত্র ঈদুল ফিতরের মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক সকল মুসলিম উম্মাহর জীবন।
ঈদের এই পবিত্র দিনে, আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের প্রতি দয়া, ভ্রাতৃত্ব, সাম্য, ঐক্য ও ভালোবাসা প্রকাশ করি। আমরা সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করার মাধ্যমে সমাজে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করার চেষ্টা করি।ঈদের এই উৎসবের মধ্যদিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক। প্রতি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা- এটিই ঈদুল ফিতরে প্রত্যাশা।
দেশের সকল নাগরিকের সুখ, শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য এবং নিরাপদ জীবন কামনা করে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান ব্যবসায়ীরা।শুভেচ্ছা জানান মো. বজলুর রহমান সিআইপি,সাবেক সহ-সভাপতি মীর নিজাম উদ্দিন আহমেদ,নিজাম উদ্দিন রাজেশ, সাবেক পরিচালক আনোয়ার হোসেন ,কাউসার আহমেদ, মো. নিয়াজ আলী চিশতী, জেনারেল বডির মেম্বার মো.কামাল হোসেন পলাশ, মো. আমির উদ্দিন বিপু, মোহাম্মদ সোহেল, মো.ইসমাইল চৌধুরী বাদল, আরটিএন আতিকুর রহমান, মো. আমিনুল ইসলাম বাচ্চু,সৈয়দ সাজ্জাদুল করিম কাবলু, মো: জাকির হোসেন নয়ন, বেলায়েত হোসেন ভুইয়া বেলাল, নাসির আহমেদ খান, মোল্লা সামছুর রহমান শাহীন, মো. আবু সাদেক, সাকিব শামীম, মোহাম্মদ জমশের আলী, মো. আসলাম আলী, মো. খোরশেদ আলম, আবুল কাশেম হায়দার প্রমুখ।