ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জেলা প্রশাসন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ,  খাগড়াছড়ি :
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে খাগড়াছড়িতে জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

 

২৯ মার্চ ২০২৫ ,শনিবার সকালে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ১০০ জন সুবিধা ভোগী ও প্রতিবন্ধীদের মাঝে জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার উপস্থিত থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

 

জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, প্রতিবন্ধীদের পাশে আমরা সব সময় আছি। তারা আমাদেরই সন্তান। তাদের যে কোন প্রয়োজনে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন সহ সকলেই পাশে থাকবে বলে আশ্বাস দেন।

 

আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের ফুল দিয়ে ঈদের শুভেচ্ছা জানান এবং পরে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়ের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ,প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য,সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মো.শাহজাহান প্রমূখ সহ উপকার ভোগীগন উপস্থিত ছিলেন।


error: Content is protected !!