
বাঘাইছড়ি , রাঙ্গামাটি প্রতিনিধি :
পার্বত্য রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রুইলুই পাড়ায় পাহাড়ে জুমের আগুনে দগ্ধ তুহিন ত্রিপুরা(৪০) খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে।
২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার দুপুরে সাজেক পর্যটন কেন্দ্রের পাশে নিজের পাহাড়ে জুমে আগুন দেয় তুহিন ত্রিপুরা। এ সময় তীব্র বাতাসের ফলে আগুন নিয়ন্ত্রণের বাহিরে চলে গিয়ে দ্রুত পাহাড়ের চারপাশে ছড়িয়ে পড়ে এতে আগুনের মাঝে আটকা পড়েন তুহিন ত্রিপুরা। আগুনে তার শরীরের ষাট শতাংশ পুড়ে যায়।পরে তাকে উদ্ধারে এগিয়ে আসে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের সদস্যরা। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে দিঘিনালা ও পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানেই সন্ধ্যা ৭ ঘটিকায় তার মৃত্যু হয়েছে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার ও বাঘাইছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ূন কবির তুহিন ত্রিপুরার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে বেপরোয়া আগুন নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা ও পরক্ষনে দিঘিনালা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পানি সংকট ও প্রয়োজনী সরঞ্জামের অভাবে আগুন নিয়ন্ত্রণ করতে অনেক সময় লাগে। এর আগে ১৮ ও ২৪ ফেব্রুয়ারী সাজেকে আগুনের ঘটনায় শতাধিক স্থাপনা পুড়ে যায়।