ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

লোগাং বিজিবি জোনের সৌজন্যে মাহে রমজানের ইফতার বিতরণ

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
জেলার পানছড়িতে অসহায় দরিদ্র পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেন ৩ বিজিবি লোগাং জোন।

 

২১ মার্চ ২০২৫, শুক্রবার বিকালে হাসান নগর সরকারি  প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া উপস্থিত থেকে ১২০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেন।

 

লোগাং জোন অধিনায়ক বলেন, দেশ মাতৃকার সেবায় প্রতিটি সীমান্তে কঠোর নিরাপত্তায় বিজিবি কাজ করে যাচ্ছে।পার্বত্য এলাকার শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনকল্যাণ মূলক কর্মসূচীর কার্যক্রমের অংশ হিসাবে এই ইফতার সামগ্রী। আগামীতেও পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে ।

ইফতার বিতরণকালে ৩ বিজিবি লোগাং জোনের স্টাফ কর্মকর্তাগন ছাড়াও বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী সহ উপকারভোগীগন উপস্থিত ছিলেন।


error: Content is protected !!