
স্টাফ রিপোর্টার , থানচি, বান্দরবান :
বান্দরবানে থানচি উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপির) সিনিয়র কর্মী সেলিম ভুইঁয়া (৫০) নিজ বাড়ীতে হৃদরোগে হয়ে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র রাজিউন…) তার মৃত্যুতে থানচি ও চন্দনাইজ দুই এলাকার লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে পড়ে।
২৯ মার্চ ২০২৫ ,শনিবার দুপুরে হঠাৎ স্ট্রোক করে চট্টগ্রাম জেলার চন্দনাইস উপজেলার বটতলী গ্রামে বৈলতলী ভূইয়া বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
জানা যায়, চট্টগ্রাম জেলা চন্দনাইশ উপজেলা বটতলী গ্রামে হারুনুর রশীদ এর ভাই ৩ বোনের মধ্যে ২য় সন্তান মারা যাওয়ার আগে দুই মেয়ে এক ছেলে সন্তান রেখে যান।
তিনি চন্দননাইশে জন্ম হলে ও দীর্ঘদিন যাবৎ বান্দরবানের থানচি উপজেলা বলী বাজারে ফার্মেসী দোকানের ব্যবসায়ী ছিলেন। সে সুবাদে তিনি একাধারে বলীবাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক, বলীবাজার পরিচালনা কমিটি সভাপতি, উপজেলা দুর্নিতি প্রতিরোধ কমিটি সভাপতি এবং জাতীয়তাবাদী দল বিএনপির একজন কর্মী ছিলেন।
তার মৃত্যুতে বান্দরবান জেলার বিএনপি আহবায়ক সাবেক সাংসদ সাচিংপ্রু জেরী,উপজেলার বিএনপি সভাপতি ও জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো,সহ বিএনপি সহযোগী সংগঠনের নেতা কর্মী এবং এলাকার গুনিজনরা শোক প্রকাশ করেন। তাকে আগামিকাল রবিবার চন্দনাইজ নিজ বাড়ীতে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।