
খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক , খাগড়াছড়ি :
সারাদেশে অব্যাহত ধর্ষণ,নিপীড়ন ও যশোরের কেশবপুরে রাজেরুং ত্রিপুরাকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ,বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ ও টিএসএফ।
২৩ মার্চ ২০২৫, রবিবার সকালে পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি খাগড়াছড়ি প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন,যশোর জেলার কেশবপুর থানার অনন্ত সাহাপাড়া খ্রিস্টিয়ান রিচ গার্লস হোস্টেলের শিক্ষার্থী রাজেরুং ত্রিপুরা (১৫)-কে ধর্ষণের পর হত্যা করেছে হোস্টেল পরিচালক ক্রিস্টফার সরকার। পরে হত্যার ধামাচাপা দিতে নকল অভিভাবক ও বাবা সাজানো হয় দুজনকে। পরে কেশবপুর থানায় ধরা পড়ে নকল বাবা সত্য মানিক ত্রিপুরা ও নকল অভিভাবক হানি চরন ত্রিপুরা।পরবর্তীতে ধর্ষক ও হত্যাকারী ক্রিস্টফার সরকার ভিকটিমের বাবাকে মেয়ের মৃত্যু বিষয়ে ধামাচাপা দেয়ার জন্য জোর প্রচেষ্টা চালায় এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। রাজেরুং ত্রিপুরার মৃত্যুর পরে হোস্টেলে অবস্থানরত একই গ্রামের তিনজন সহপাঠীদের অভিভাবকরা তাদের সাথে দেখা করতে চাইলে গেইট বন্ধ করে কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি ধর্ষক ও হত্যাকারীর সহযোগীরা। পরে সেখানকার স্থানীয় ছাত্র-জনতার সহযোগিতায় তিনজন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
বক্তারা আরও বলেন,পরিকল্পিতভাবে ঘৃণ্য এ ধর্ষণ ও হত্যাকান্ডের ক্রিস্টফার সরকার ও জড়িতদের আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক ন্যায় বিচার ও সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে। ভিক্তিম রাজেরুং ত্রিপুরার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা সহ ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান। এছাড়াও রাজেরুং ত্রিপুরাকে ধর্ষণ ও হত্যাকারীদের আগামী ২৪ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ার দেন।
সমাবেশ শেষে প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্বারকলিপি প্রদান করা হয়।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপকি কমল বিকাশ ত্রিপুরা,সাধারণ সম্পাদক শুভ্র দেব ত্রিপুরা,বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের সভাপতি নবলেশ্বর দেওয়ান,ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের সভাপতি খঞ্জন জ্যোতি ত্রিপুরা সহ আরও অনেকে।
অন্যদিকে মাগুরায় তৃতীয় শ্রেণীর ছাত্রী “আছিয়াকে ধর্ষণ” ও মৃত্যুর বিচারের দাবীতে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে জেলা জাতীয়তাবাদী মহিলা দল। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ,খাগড়াছড়ি জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন। সমাবেশে জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সাধারণ সম্পাদক শাহেনা আক্তার ও সাংগঠনিক সম্পাদক তাহমিনা সিরাজ সীমা সহ জেলা মহিলা দল ও বিভিন্ন উপজেলা, পৌর শাখার মহিলা দলের নেতাকর্মীরা অংশ নেন।