ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

থানচিতে আন্তর্জাতিক বন দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে

থানচি, বান্দরবান:
বান্দরবানে থানচিতে আন্তর্জাতিক বন দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।  পার্বত্য চট্টগ্রামে বনাঞ্চলের প্রতিবেশ পুনরুদ্ধার  উপলক্ষে  কোমল মতি শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কণ প্রতিযোগীতা, কুইজ প্রতিযোগীতা সহ বর্নাঢ্য শোভাযাত্রা,আলোচনা সভা ও বিজয়ীদের পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার ২৩ মার্চ উপজেলার মৈত্রি শিশু সদন অনাথালয়ের বিভিন্ন শ্রেনির শিক্ষার্থীরা এতে অংশ নেন এবং অনাথ শিক্ষার্থীদের এক বেলা সুস্বাধু ভোজন ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

 

ইউকে ইন্টারন্যাশরাল ডেভেলপমেন্ট’র অর্থায়নে আইআইইডি কর্তৃক পরিচালিত রেডা কর্ম সূচির আওতায় জাতীয় বেসরকারি সংস্থা আরণ্যক ফাউন্ডেশন, স্থানীয় বেসরকারি সংস্থা বিএনকেএস ও তহজিংডং এর যৌথ আয়োজন করেন।

পার্বত্য চট্টগ্রামে বনাঞ্চলের প্রতিবেশ পুনরুদ্ধার (কর্মসূচি সম্প্রসারণ প্রকল্প)আওতায় আলোচনা সভায়  মৈত্রি শিশু সদন অনাথালয়ের পরিচালক উ, ইউসারাদা মহাথের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

 

বিএনকেএস এর  স্বাস্থ্য প্রকল্পের পেরামেডিক্স ডা: উবাথোয়াই মারমা সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বন বিভাগের সেকদু রেজ্ঞে রেজ্ঞ কর্মকর্তা মো: সোহেল হোসেন, প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা, অরণ্যক ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক মো. কামরুল ইসলাম, বিএনকেএস পাটনারলিড ক্যইবাথোয়াই মারমা প্রমূখ বক্তব্য রাখেন। সভা শেষে চিত্রাঙ্কণ ও কুইজ প্রতিযোগীতা বিজয়ীদের পুরুস্কার বিতরন করা হয়।


error: Content is protected !!