ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

স্বাধীনতা দিবস উপলক্ষে পাবনার কাশিনাথপুরে মানব কল্যাণ ফাউন্ডেশনের র‌্যালি

২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পাবনার কাশিনাথপুরে র‍্যালি করেছে মানব কল্যাণ ফাউন্ডেশন। এসময় উপস্থিত ছিলেন মানব কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি মো: বকুল উদ্দিন খান, সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা, অর্থ সম্পাদক মো: সাদ্দাম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

১৯৭১ সালের ২৬শে মার্চ এই দিনে বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ ঘটে নতুন রাষ্ট্র স্বাধীন বাংলাদেশের। একাত্তরের অগ্নিঝরা মার্চে পাকিস্তান সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন চলাকালে ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি সামরিক বাহিনী নিরস্ত্র জনগণের ওপর অতর্কিত হামলা চালায়। এ অবস্থায় ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। শুরু হয় স্বাধীনতার যুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ। ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসম্বের বিজয় অর্জন করে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেন আমাদের বীর মুক্তিযোদ্ধারা।


error: Content is protected !!