ঢাকা, সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শরীয়তপুরে পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির ৬ দফা দাবীতে মানববন্ধন।

রুপক চক্রবর্তী সিনিয়র স্টাফ রির্পোটার: সারা দেশের ন্যায় শরীয়তপুরে ও বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি শরীয়তপুর সদর উপজেলা শাখার উদ্দ্যাগে পরিবার পরিকল্পনা পরিদর্শক ( এফপিআই) এবং পরিবার কল্যান সহকারী (এফডব্লিউএ) এর শিক্ষাগত যোগ্যতা উন্নতিকরন সহ নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের এর লক্ষে এবং ছয় দফা বাস্তবায়নের দাবীতে মানববন্ধন কর্মসূচি করেছে পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি শরীয়তপুর সদর উপজেলা শাখা।

সোমবার (৫ মার্চ) সকাল ১১ টায় শরীয়তপুর সদর হাসপাতালের সামনের মহাসড়কে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন কর্মসূচি তে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি শরীয়তপুর জেলা শাখার সাধারন সম্পাদক মীর মোঃ মনির হুসাইন, প্রচার সম্পাদক রাশিদা আক্তার, সদস্য সুজন চন্দ্র দাস, মনোয়ারা আক্তার। সদর উপজেলা শাখার সাধারন সম্পাদক শামসুন্নাহার হেনা, যুগ্ম সাধারন সম্পাদক তাপস কুমার পাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, আল মামুন, রয়েল হোসেন সহ সদর উপজেলা শাখার সকল পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যান সহকারী বৃন্দ।

উপস্থিত নেতৃবৃন্দ বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন ৪৫০০ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক ও ২৩৫০০ জন পরিবার কল্যাণ সহকারী সর্বমোট ২৮০০০ মাঠ কর্মচারীর প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সদস্যগন ১৯৭৬ ইং সালে চাকুরীতে যোগদানের পর থেকে যেসব অবর্ণনীয় চাকুরীগত বৈষম্য, বঞ্চনা, ও যন্ত্রনা ভোগ করে আসছেন তা নিরসনের নিমিত্তে সারাদেশে একযোগে আজ আমাদের মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে।

বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি শরীয়তপুর জেলা শাখার সাধারন সম্পাদক মীর মোঃ মনির হুসাইন বলেন, সরকারের নিকট আমাদের বিনিত আবেদন যাতে আমাদের দাবীগুলো মেনে নেওয়া হয় না হলে আমরা আরে কঠোর কর্মসূচি ঘোষনা করবো। তিনি আরো বলেন আগামী ৩১ মার্চ পর্যন্ত আমাদের দাবী গুলো মেনে নেওয়ার জন্য ডিজি স্যারের বরাবর আল্টিমেটাম দেওয়া হয়েছে এর মধ্যে যদি আমাদের দাবী মেনে নেওয়া না হয় তাহলে আমরা কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী অধিদপ্তর ঘেরাও করাবর মতো কর্মসূচি তে যাবো।


error: Content is protected !!